মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির

নিউজ ডেস্ক ,২ই ডিসেম্বরঃমোটরবাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কসবা মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম রতন দাস। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ কসবা মোড় সংলগ্ন এলাকায় একটি প্লাই মিলের কারখানায় কাজ করতেন কর্নজোড়া কালীবাড়ির বাসিন্দা রতন দাস। বৃহস্পতিবার রাতে প্ল্যাইয়ের কারখানায় কাজ সেরে বাড়ি ফেরার জন্য বের হয়েছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে আচমকাই একটি মোটরবাইক এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। গভীর রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির৷ মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Post

প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রথম সন্মেলন

Sat Dec 3 , 2022
নিউজ ডেস্ক,৩ই ডিসেম্বরঃপ্রতিবন্ধী  দিবস উদযাপন উপলক্ষ্যে প্রথম সন্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিন ইটাহার হাই স্কুল মাঠে মানবিক প্রতিবন্ধী সমিতির সদস্যদের বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম