বালুরঘাট, ৫ আগস্ট : রাজ্যের মুখ্যমন্ত্রীর ‘জল স্বপ্ন’ প্রকল্পে ২০২৪ সালের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় সাড়ে তিন লক্ষ বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলায় ১০ শতাংশ বাড়িতে পানীয় জল দেওয়া হয়েছে।
জেলার বাকি গ্রামীণ এলাকাতেও বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পানীয় জল দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রীর ‘জল স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রামপঞ্চায়েতকে মডেল বানিয়ে কাজ শুরু করেছে জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।আগামীতে ওই গ্রামপঞ্চায়েতের পিএইচই কাজের মডেলকে বাকি গ্রামপঞ্চায়েতগুলিতে তুলে ধরা হবে। যা নিয়ে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মী ও পিএইচই ইঞ্জিনিয়ার মিলিয়ে ৬০ জনকে ভিলেজ অ্যাকশন প্লানের প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবারও বালুরঘাট খিদিরপুর হাইস্কুলে ওই প্রশিক্ষণ চলছে ও ড্রোন ক্যামেরা দিয়ে এদিন গোটা এলাকা দেখা হয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। জেলাজুড়ে ৩ লক্ষ ৪৫ হাজার ৪১৪ টি পরিবারে জলের সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। ১৬৬০ টি গ্রামের মধ্যেই ৩৪ টি গ্রামকে সজল গ্রামে হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। তার মধ্যে ১০ % অর্থাৎ ৩৩ হাজার ৯০৪ টি বাড়িতে জল দেওয়া হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের জল প্রকল্পকে দ্রুত শেষ করতে রাজ্য থেকে পিএইচই দপ্তরের দুইজন মূল ইঞ্জিনিয়ার প্রশিক্ষক সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার এসেছেন।