নিউজ ডেস্ক , ১৯ ডিসেম্বর : রাস্তার কাজের সূচনা কে করবেন তা নিয়ে বালুরঘাট পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের তরজা৷ বিধায়ক তহবিলে রাস্তার কাজ শুরু হলেও তাকে কাজের সূচনায় ডাকাই হয়নি বলে অভিযোগ। আর এনিয়ে একই রাস্তার কাজের শিলান্যাস হল দুবার।
এবারে জলাশয় থেকে উদ্ধার রেশন কার্ড, তদন্তে প্রশাসন
বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর তহবিলের টাকায় রাস্তা তৈরির কাজ শুরু করেছে বালুরঘাট পুরসভা। সেই রাস্তার কাজের সূচনাও করেছেন চেয়ারম্যান অশোক মিত্র। কিন্তু সেই রাস্তার কাজের উদ্ধোধন অনুষ্ঠানে বিধায়ককেই আমন্ত্রণ করা হয়নি বলেই অভিযোগ বিজেপির। এনিয়ে বালুরঘাট শহরে তৈরি হয়েছে জোর বির্তক। তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার সেই কাজের সূচনার পরে সেই একই রাস্তার এদিন উদ্বোধন করল বালুরঘাট টাউন বিজেপি নেতৃত্ব।
আন্তঃ জেলা অনুর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতা,প্রথম খেলায় জয়ী হুগলী ও উত্তরদিনাজপুর
বিধায়ককে আমন্ত্রণ না করায় ফের এদিন ওই রাস্তার কাজের সূচনা হয়। বালুরঘাট শহরের ২৩ নম্বর ওয়ার্ডের খাদিমপুর স্কুল পাড়া এলাকায় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত। জানা গিয়েছে বিধায়ক তহবিল থেকে প্রায় ৪ লক্ষ ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়৷ দিন পনেরো আগে এই রাস্তার কাজের সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। ইট পাতা থেকে পাশের নর্দমার কাজ শুরু হয়েছে। অভিযোগ বিধায়ক তহবিলে এই কাজ হলেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি কাজের শুভ সূচনার সময়।
দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচার
রাস্তার কাজের সূচনা কে করবেন তা নিয়ে বালুরঘাট শহরে চেয়ারম্যান অশোক মিত্র ও বিধায়ক অশোক লাহিড়ীর মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে, রাস্তার কাজ নিয়ে তৃণমূল – বিজেপির তরজা শুরু হলেও, কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তবে এনিয়ে চেয়ারম্যান অশোক কুমার মিত্র কী জানিয়েছেন শুনুন।