আরসিটিভি সংবাদ : কল আছে জল নেই। বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্য খিদিরপুর এলাকায় পানীয় জল সরবরাহ করতে বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছে গিয়েছে। প্রতি বাড়িতে একটি করে ট্যাপ লাগানো হয়েছে। কিন্তু ট্যাপকল থাকলেও, জলের দেখা নেই।
আরও পড়ুন – প্রবল দাবদাহে ক্ষতির মুখে পরিবহন ব্যবসা
প্রথম প্রথম জল আসলেও প্রায় চার মাস ধরে ট্যাপে জল আসে না বলে অভিযোগ গ্রামবাসীদের। পঞ্চায়েত ভোটের আগে এনিয়ে বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ট্যাপে জল না আসার বিষয়টি গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরেও এলাকার বাসিন্দারা মাস পিটিশন দিয়েছেন। কিন্তু তবুও পানীয় জলের কোন সুরাহা হয়নি।
আরও পড়ুন – সেতুর সংষ্কার না হওয়ায় তীব্র সমস্যায় গ্রামবাসীরা
অন্যদিকে বিজেপির যুব সভাপতি শুভ চক্রবর্তী জানান, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত বাড়ি বাড়ি পানীয় জলের ট্যাপ দিলেও, জল আসে না। বিষয়টি পঞ্চায়েত সমিতি ও পি এইচ ই কে জানানো হয়েছে।এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, দীপা উপাধ্যায় জানান, জলস্তর কমে যাওয়ায়, জল আসছে না। বিষয়টি পঞ্চায়েতের পক্ষ থেকে পি এইচ ই দপ্তরে জানানো হয়েছে।