বালুরঘাট, ৬ আগস্ট : করোনা অতিমারি পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ হয়ে রয়েছে সিনেমা হল গুলি। ফলে ব্যাপক ক্ষতির মুখে প্রেক্ষাগৃহের মালিকরা। বিনোদন প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় আয় কমেছিল সরকারেরও৷ অবশেষে রাজ্য সরকার বিধিনিষেধ শিথিল করায় শুক্রবার থেকে খুলে গেল বালুরঘাটের সিনেমা হলগুলি।
মুখে হাসি সিনেমাহল কর্মীদের। আশানুরূপ দর্শক হওয়ার আশায় রয়েছে কর্তৃপক্ষও। লকডাউন ও কড়া বিধিনিষেধের কারণে গত চারমাস ধরে সম্পূর্ণ বন্ধ ছিল জেলা তথা বালুরঘাটের সিনেমাহল গুলি। কাজ না থাকায় স্বাভাবিক ভাবেই বেকার হয়ে পড়েছিলেন সেখানকার কর্মীরা। অভাবের মধ্যে সংসার কিভাবে চলবে তা নিয়ে তীব্র সমস্যায় পড়েছিলেন তারা। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু শিথিলতা এনে রাজ্যের সিনেমাহল গুলি খোলার অনুমতি দেওয়া হয় ১ আগষ্ট থেকে। অবশ্য তা করোনা গাইড লাইনের মধ্যে দিয়ে। তবে সাফাই, জঞ্জাল পরিস্কারের কারণে নিদিষ্ট দিন থেকে খোলা যায়নি বালুরঘাট শহরের সিনেমাহল গুলি। শুক্রবার থেকে দর্শকদের জন্য এই হল খুলে দেওয়া হল। এতেই খুশি ছড়ালো সিনেমাহল কর্মীদের মধ্যে। প্রথমদিন থেকে দুচারজন দর্শক হয় প্রতিটি সিনেমাহলে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আয় বাড়ার আশায় কর্মী থেকে মালিকপক্ষ সকলেই।
আরও খবর পড়ুন : বাতিল হতে পারে লক্ষ গ্রীন কার্ড, বিপাকে পড়তে পারেন অভিবাসীরা