
নিজস্ব সংবাদদাতা, চাঁচল, ২৭ মার্চ: নির্বাচনে কারচুপি করে মমতা বন্দোপাধ্যায়কে হারানো যাবে না।বাংলার বুকে মমতা বন্দোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন- শনিবার চাঁচলে সভা করতে এসে এমনটাই দাবী করলেন রাজ্য তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
এদিন মালদা জেলার বিভিন্ন বিধানসভার প্রার্থীদের সমর্থনে চাঁচলে সভা করতে আসেন ফিরহাদ সাহেব। এদিন হেলিকপ্টারে করে চাঁচলে আসেন তিনি। সেখান থেকে চাঁচলের কলমবাগানে সভায় যোগদান করেন তিনি।এদিন সভায় যোগ দিয়ে প্রথম দফার নির্বাচনে ঝাড়্গ্রাম, পুরুলিয়া, বাকুড়া ও দুই মেদিনীপুরের বিভিন্ন আসনে নির্বাচনের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন তিনি।পাশাপাশি এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোরও
অভিযোগ করেন। একইসঙ্গে সভামঞ্চ থেকে তিনি আরো জানান, চাঁচোলকে ইতিমধ্যে পুরসভা হিসেবে গড়ে তোলার জন্য রাজ্যপাল স্বাক্ষরিত প্রস্তাবপত্রও চলে এসেছে। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগেই তা স্বাক্ষর করা হয়েছে বলে জানান তিনি। এই উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল প্রার্থীদের জয়ী করারও আবেদন জানান তিনি। এদিনের সভায় ফিরহাদ সাহেব ছাড়াও দলের জেলা সভাপতি মৌসম নুর, দলের জেলা মুখপাত্র নরেন্দ্রনাথ তেওয়ারী, চাঁচলের প্রার্থী নীহাররঞ্জন ঘোষ, মালতীপুরের প্রার্থী আব্দুর রহিম বক্সী, হরিশচন্দ্রপুরের প্রার্থী তাজমুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
