প্রতিশ্রুতি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

প্রতিশ্রুতি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

নিউজ ডেস্ক : কোলকাতায় দলীয় সমাবেশে গিয়ে দূর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মৃত কর্মীর ছেলেকে প্রদান করা হল সরকারী চাকরি।

দূর্ঘটনায় একই স্কুলের ২ শিক্ষকের মৃত্যুতে ভারাক্রান্ত গোটা গ্রাম

প্রসঙ্গতঃ গত ২১শে জুলাই কোলকাতায় শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে দূর্ঘটনায় মৃত্যু হয়েছিল করনদীঘি ব্লকের অালতাপুরের তৃনমূল কংগ্রেস কর্মী আইনাল হকের। ট্রেনের ধাক্কাতে তার মৃত্যু হয়। শহীদ সমাবেশের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।

দূর্ঘটনায় একই স্কুলের ২ শিক্ষকের মৃত্যুতে ভারাক্রান্ত গোটা গ্রাম

সেই প্রতিশ্রুতি অনুযায়ী মৃত আইনাল হকের ছোটো ছেলে কামরুদ্দিনকে সরকারী চাকরি প্রদান করা হল। তিনি করনদীঘি ব্লকে সরকারী চাকুরীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার সদ্য সরকারী চাকরী পাওয়া কামরুদ্দিন করনদীঘির বিধায়ক গৌতম পাল,বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, জেলাপরিষদ সদস্য আব্দুর রহিমকে সন্মান জানান। পরিবারটি পাশে সর্বদা থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক গৌতম পাল।

Next Post

ভাঙন প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি

Fri Aug 9 , 2024
নিউজ ডেস্ক : আগ্রাসী নদী ক্রমশই গ্রাস করছে বিস্তীর্ণ এলাকা। প্রতিদিনই ভাঙছে নদীর পাড়। মালদার মানিকচকের ভুতনি চরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন প্রশাসনিক আধিকারিকেরা।অপরদিকে ভুতনির ভয়াবহ ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন আরসিটিভি সংবাদের প্রতিনিধি। প্রতিশ্রুতি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্রমশই ভাঙছে নদীর পাড়। আগ্রাসী নদী গ্রাস করছে একের […]

আপনার পছন্দের সংবাদ