নিউজ ডেস্ক , ১৮ ডিসেম্বর : সংসদের অধিবেশন থেকে বিরোধী সাংসদদের সাসপেন্ড ইস্যুতে প্রতিক্রিয়া মমতার। লোকসভায় অধিবেশন চলাকালিন গ্যাস হামলা। সংসদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হন বিরোধী সাংসদরা। এই ইস্যুতে আলোচনা চেয়ে বিক্ষোভ বিরোধীদের।
রাজ্যের পাওনা আদায়ে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী
তার জেরেই শীতকালিন অধিবেশন থেকে সাসপেন্ড হতে হয় বিরোধী সাংসদদের। সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ৯। এবিষয়েই প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এইমূহূর্তে দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দোপাধ্যায়। যা চলছে তা একেবারেই কাঙ্খিত নয় বলেন মমতা বন্দোপাধ্যায়।
রাজ্যের পাওনা আদায়ে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী
সংসদ থেকে সাসপেন্ড একাধিক বিরোধী সাংসদ।এবার সাংসদদের সাসপেন্ড ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এইমূহূর্তে দিল্লি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।লোকসভায় গ্যাস হামলার ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা।ইতিমধ্যে সংসদের দুই কক্ষ থেকে বহিষ্কৃত হয়েছেন ৯ তৃণমূল সাংসদ।সোমবার সংসদের অধিবেশন শুরু হতেই সংসদের নিরাপত্তা ও সংসদে গ্যাস হামলা নিয়ে আলোচনার দাবি তুলতে থাকেন বিরোধী সাংসদরা।যার ফলে সংসদের শীতকালিন অধিবেশন থেকে একদিনেই সাসপেন্ড করা হয় ৩৩ জন সাংসদকে।যারমধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী,সাসপেন্ড হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যান বন্দোপাধ্যায়,সৌগত রায়, অপরূপা পোদ্দারসহ ৯ তৃণমূল সাংসদ।
আইনজীবীর বাড়িতে হামলা, অভিযোগ শাসকদলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সংসদে একের পর এক বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়ে বলেন,সংসদ চালানোর কি প্রয়োজন?যেভাবে সাংসদের সাসপেন্ড করা হচ্ছে তার থেকে পুরো সংসদই সাসপেন্ড করে দেওয়া উচিত।দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দোপাধ্যায়।