ডালখোলা, ৫ ডিসেম্বর : বাড়ি বাড়ি গিয়ে জাতি, জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের উদ্যোগী হলো ডালখোলা পৌরসভা। রবিবার ডালখোলা পৌরসভার পৌর প্রশাসক তনয় দে বিভিন্ন এলাকায় পৌঁছে ওয়ার্ডের বাসিন্দাদের হাতে এই শংসাপত্রগুলি তুলে দেন।
পাশাপাশি এলাকাবাসীদের বিভিন্ন অভাব-অভিযোগের কথাও শোনেন তিনি। আগামীতেও একইভাবে জনসাধারণের বাড়িতে পৌঁছে এই পরিষেবা প্রদানের কাজ করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক তনয় দে। এদিন তনয় বাবু বলেন, বহুদিন থেকে পৌরসভা অফিসে বাসিন্দাদের এই শংসাপত্রগুলি তৈরি করে রাখা ছিল। তাই পৌরসভার উদ্যোগে এই শংসাপত্রগুলি এবার বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এই শংসাপত্র প্রদানের পাশাপাশি বাসিন্দাদের বিভিন্ন সুবিধা অসুবিধা কথা শোনা হয়েছে। খুব শীঘ্রই পুর বাসিন্দাদের সেই সব সমস্যা মেটানো হবে। পৌরসভার সাথে পুর বাসিন্দাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তনয় বাবু। আগামীতেও এইভাবে জনসাধারণকে তাদের বাড়িতে পরিষেবা প্রদানের কাজ করা হবে বলে জানান তনয় বাবু। পৌরসভার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।