গৃহবধূ হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ

ইটাহার, ২২ জুলাই : ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অধরা গৃহবধূ হত্যার ঘটনার অভিযুক্তরা। তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল মৃতার পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের চৌরাস্তা মোড়ে।

উল্লেখ্য, বুধবার সকালে ইটাহার ব্লকের কাঁপাশিয়া অঞ্চলের ছিলিমপুর গ্রামের এক গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে স্বামী হারুন অল রসিদ সহ তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় এদিন চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা৷ খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আন্দোলনকারীদের আশ্বাস দেন ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস। পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। তবে দ্রুত দোষীদের গ্রেফতার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

আরও খবর পড়ুন : দেশে এল আরও ৩ টি রাফাল যুদ্ধ বিমান

Next Post

দাদার গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ভাই

Thu Jul 22 , 2021
বংশীহারি, ২২ জুলাই : দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি মোল্লাপাড়া এলাকা থেকে চুরি যাওয়া বোলেরো পিকআপ ভ্যান আলিপুরদুয়ার থেকে উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গত ২০ ই জুলাই মোল্লাপাড়ার স্বপন কুমার মন্ডল তার পিকআপ ভ্যান টি চুরি হয়েছে বলে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে […]

আপনার পছন্দের সংবাদ