fbpx

আই সি সি-র তালিকায় নাম তুলল নতুন তিনটি দেশ

নিউজ ডেস্ক, ২১ জুলাই : আন্তর্জাতিক ক্ষেত্রে পরিধি বাড়ল ক্রিকেটের৷ আইসিসির (ICC) সদস্য হল নতুন ৩ টি দেশ। আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে যুক্ত হল মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং সুইজারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ৬৮তম বার্ষিক সাধারণ সভায় এই তিন দেশকে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভার্চুয়াল বৈঠকে মঙ্গোলিয়া এবং তাজিকিস্তানকে এশিয়া অঞ্চলের ২২তম এবং ২৩তম সদস্য হিসাবে যুক্ত করা হয়েছে। এবং সুইজারল্যান্ড ইউরোপের ৩৫ তম সদস্য হিসাবে আইসিসি-তে যোগ দিয়েছে। আইসিসির সদস্য সংখ্যা এখন ১০৬, যার মধ্যে ৯৪ সহযোগী দেশ অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, ২০০৭ সালে মঙ্গোলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হলে২০১৮ সালে সরকারি স্বীকৃতি লাভ করে। এবার ২০২১ সালে এসে আইসিসি-র সদস্য পদও পেল মাঙ্গোলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এব্যাপারে আইসিসির গেম ডেভেলপমেন্ট উইলিয়াম গ্লেনরাইট জানিয়েছেন, ‘তিনটি আবেদনকারী দেশই মহিলা এবং যুবসমাজের প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ রেখে খেলাধুলার উন্নয়নে চিত্তাকর্ষক প্রতিশ্রুতি দেখিয়েছে। আমরা তাদের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি।’ প্রসঙ্গত, ১৮১৭ সালে প্রথমবার সুইৎজারল্যান্ডে ক্রিকেট খেলা হয়েছিল। ২০১৪ সালে সুইজারল্যান্ড ক্রিকেট বোর্ড গঠিত হয়েছিল। বর্তমানে ওই বোর্ডের অধীনে ৩৩টি ক্লাব রয়েছে। অন্যদিকে, তাজিকিস্তান ক্রিকেট ফেডারেশন ২০১১ সালে গঠিত হয়েছিল।

আরও খবর পড়ুন : তালিবানী তাণ্ডবের মধ্যে আফগান সীমান্তে প্রতিবেশি রাষ্টের সঙ্গে যৌথ মহড়ায় রুশ বাহিনী

Next Post

গৃহবধূর গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Wed Jul 21 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email ইটাহার, ২১ জুলাই : এক গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কাঁপাশিয়া অঞ্চলের ছিলামপুর গ্রামে। পুলিশ সুত্রে জানা যায়, মৃতার নাম সাবিনা বিবি।জানা গিয়েছে, গত পাঁচ বছর আগে […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!