মানিকচক, ২৯ জুলাই : জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
মানিকচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম জিতেন মন্ডল। তার বাড়ি ওই এলাকাতেই। দুইদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। পরিবারের তরফে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই ব্যক্তি খুনের অভিযোগে সংশোধনাগারে বন্দি ছিলেন। মাসখানেক আগে সংশোধনাগারের থেকে প্যারোলে বাড়ি এসেছিলেন তিনি। এরপর গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার একটি জলাশয়ে তার মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানিকচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। যদিও মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। গোটা ঘটনায় শোকাহত তার আত্মীয় পরিজনেরা। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।