পুখুরিয়া, ২৯ জুলাই : মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে যুবককে উদ্ধার করে তুলে দেওয়া হলো পরিবারের সদস্যদের হাতে।মালদার পুখুরিয়া থানার পুলিশ ওই যুবককে তুলে দেন পরিবারের সদস্যদের হাতে। পর্যাপ্ত নথিপত্র দেখার পর বৃহস্পতিবার থানা প্রাঙ্গণ থেকে ওই যুবককে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার মানবিক ভূমিকা গ্রহণ করেছেন পুখুরিয়া থানার পুলিশকর্মীরা। আর এবারেও মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন মালদার পুখুরিয়া থানার পুলিশকর্মীরা।জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবককে স্থানীয় পুখুরিয়া থানার চৌদুয়ার মোড় এলাকায় ইতস্তত ঘুরতে দেখেন পুলিশকর্মীরা। জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না মেলায় পুখুরিয়া থানায় নিয়ে আসা হয় তাকে। এরপর জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে তার পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে; ওই যুবকের নাম জিতেন্দ্র কুমার। তার বাড়ি বিহারের সীমান জেলা এলাকায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এরপরই পুখুরিয়া থানার পুলিশের কাছে খবর পেয়ে উপস্থিত হয় তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার পর্যাপ্ত নথিপত্র দেখার পর ওই যুবককে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।