মাস্ক বিহীন ত্রিশ জনকে আটক পুলিশের

গাজোল, ৩০ জুলাই : দেশজুড়ে ফের নিজের ভ্রুকুটি প্রকট করছে করোনা ভাইরাস। কয়েকমাস সংক্রমণ কম থাকার পর ফের উর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মৃতের সংখ্যাও খুব একটা কম নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিছু সংখ্যক মানুষ এখনও সচেতন নয়।

সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারংবার সচেতন করা হলেও লাগামহীন আচরণ কিছু মানুষের। রাজ্যে করোনা সংক্রমণে লাগাম টানতে ১৫ই আগষ্ট পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। রাত ন’টা থেকে পরের দিন সকাল পর্যন্ত জারি রয়েছে নাইট কার্ফু। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে গাজোল থানার পুলিশ। মাস্ক ছাড়া বাড়ীর বাইরে বের হওয়া মানুষদের আটক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে ব্লকের বিভিন্ন প্রান্তে প্রচার করা হচ্ছে প্রশাসনের তরফে। শুক্রবার এই ধরপাকর অভিযানে ব্লকের বিভিন্ন এলাকা থেকে মাস্ক বিহীন প্রায় ত্রিশ জনকে আটক করে গাজোল থানার পুলিশ।

আরও খবর পড়ুন : করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের দুই স্পিনার। শ্রীলঙ্কাতেই আইসোলেশনে

Next Post

যত অনীহা মাস্ক ব্যবহারে। বাড়ছে আতঙ্ক

Sat Jul 31 , 2021
গাজোল, ৩১ জুলাই : ফের দেশজুড়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে আগামী ১৫ই আগষ্ট পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এখনও অবধি অসচেতন কিছু সংখ্যক মানুষ। করোনার দ্বিতীয় ঢেউ এর ভয়াবহতা দেখে শিক্ষা না নিয়ে মাস্ক ছাড়াই বাড়ীর বাইরে বেড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে। বাজার-হাট, দোকানপাট […]

আপনার পছন্দের সংবাদ