রায়গঞ্জ শহরে ক্রমাগত বেড়েই চলেছে যানজট। যার জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বিশেষ করে ব্যস্ত সময়ে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে অনেক সময় লেগে যায়। যানজটে আটকে পরে অ্যাম্বুলেন্স থেকে স্কুলের গাড়ি। এই সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও রায়গঞ্জ পৌরসভা।
হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রুপা ও নগদ টাকা উদ্ধার
মূলতঃ বর্তমানে রায়গঞ্জ শহরের একেবারে মধ্যস্থলে রয়েছে পৌর বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড টি যানজটের অন্যতম প্রধান কারন। তাই এই বাসস্ট্যান্ড স্থানান্তরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে পূর্ত দফতরের জায়গায় হবে নতুন বাসস্ট্যান্ড। ইতিমধ্যেই জমি পরিদর্শন করা হয়েছে। সেই জায়গায় থাকা ব্যবসায়ীদের দোকানপাট সরিয়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এবিষয়ে ব্যবসায়ীরা অবশ্য বেশ আশাবাদী।
হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রুপা ও নগদ টাকা উদ্ধার
রবি দাস নামের এক ব্যবসায়ী বলেন, সাত দিনের মধ্যে দোকান পাট সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা হবে বলেও জানিয়েছেন বিধায়ক।ব্যবসায়ী তপন দাস বলেন, বিধায়ক তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে তারা বিধায়ক এবং বণিক সভা কে আগেই আবেদন জানিয়েছিলেন। এখানে বাসস্ট্যান্ড হলে ব্যবসায়ীক ক্ষেত্রে তারা লাভবান হবেন।ব্যবসায়ী প্রদীপ কুমার সেন বলেন, ২৬ জন দোকানদারের তালিকা পাঠানো হয়েছে। পুনর্বাসনের আশ্বাসে তারা আশাবাদী।বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এ বিষয়ে তার কথা হয়েছে মুখ্য সচিবের সাথে। খুব দ্রুত জায়গার বিষয়টি মিটিয়ে কাজ শুরু হবে। পাশাপাশি ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি।