ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকা মূল্যের সোনা,রুপা ও নগদ টাকা। স্টেশনের আরপিএফ আধিকারিকদের তৎপরতায় উদ্ধার ৭৭০ গ্রাম ওজনের সোনার গহনা, রুপার বিভিন্ন সামগ্রী সহ নগদ ৪০ হাজার টাকা।
আয়ুর্বেদ মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা চালু হল এই হাসপাতালে
বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আরপিএফ আধিকারিকদের একটি দল ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১০ নম্বর প্যাটফর্মে প্রবেশ করলে, তারা ট্রেনে তল্লাশি শুরু করে। এই তল্লাশিতে বিহারের ভাগলপুরের বাসিন্দা হরিশ কুমার বর্মা নামে একজনকে সন্দেহজনক অবস্থায় ট্রেনের এ-১ কামরার ২৫ নম্বর সিটে বসে থাকতে দেখা যায়। আরপিএফ আধিকারিকদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় শুরু হয় তল্লাশি।তল্লাশিতে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট, রিং,চেন,কানের দুল, হাতের চুড়ি, যার মোট ওজন ৭৬৯.৯ গ্রাম।খোলা বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এছাড়া তিনটি রুপার মূর্তি উদ্ধার হয়, যার ওজন ৩৮৫ গ্রাম। উদ্ধার হয় নগদ ৪০ হাজার টাকা।ধৃত ব্যক্তির মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করে আরপিএফ আধিকারিকরা।তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।