আরসিটিভি সংবাদ : রায়গঞ্জ শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ঘটনাকে ঘিরে সোমবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে। এই ঘটনাটি ঘটেছে শহরের ২২ নং ওয়ার্ডের বন্দর শ্মশান সংলগ্ন পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে।
স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে ডাম্পিং গ্রাউন্ড চত্বরে একটি ওয়ান শাটার পিস্তল ও ২ টি কার্তুজ পরে থাকতে দেখেন কর্মীরা। মুহূর্তের মধ্যে শোরগোল পরে যায় ঐ চত্বরে। ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার ঐ ওয়ার্ডের কো-অর্ডিনেটর তপন দাস। ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশও।
আরও পড়ুন – অবাধে কেটে ফেলা হল আমগাছ প্রশ্নের মুখে প্রশাসন
ঐ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কিভাবে ঐ এলাকায় আগ্নেয়াস্ত্র এল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কো-অর্ডিনেটর তপন দাসের অনুমান, নোংরা আবর্জনার সাথে অন্য কোনো স্থান থেকে এই আগ্নেয়াস্ত্র চলে এসেছে ডাম্পিং গ্রাউন্ডে। তবে শহরে আগ্নেয়াস্ত্র মজুতের ক্ষেত্রে পুলিশী তদন্তের দাবী তুলেছেন তিনি।