পরিযায়ী শ্রমিকদের জন্য ফের মানবিক উদ্যোগ বলিউডের “মসিহা” সনু সুদের

নিউজ ডেস্ক , অপরাজিতা জোয়ারদার : ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তার অবদান প্রশংসিত হয়েছে। এবারে ফের ২০০০০ শ্রমিকের থাকা- খাওয়ার দায়িত্ব নিতে চলেছেন বলিউডের অভিনেতা সনু সুদ। এর আগে প্রবাসী রোজগার নামে একটি জব পোর্টাল খুলেছিলেন তিনি। করোনা অতিমারির মধ্যে ভারতবর্ষে লকডাউন চলাকালীন তিনি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছিলেন। এদিন তিনি ট্যুইট করে জানান, নয়ডায় একটি গার্মেন্ট ইউনিটে নিযুক্ত ২০,০০০ শ্রমিককেও আবাসন সরবরাহ করবেন। ‘দাবাং’ খ্যাত এই অভিনেতা ইতিমধ্যেই তাঁর জনহিতকর কাজের জন্য ‘মসিহা’র তকমা পেয়েছেন। তার ট্যুইটে তিনি জানান ,

সুত্র : ট্যুইটার

৪৭ বছর বয়সী এই অভিনেতা লকডাউনের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় আটকে থাকা শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন নিজের খরচে। পরে তিনি বেশ কয়েকটি কর্মসংস্থান সরবরাহকারীদের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থাও করেন। স্যোশাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সহৃদয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন শ্রমিকদের সাহাযার্থে আরও বেশি কাজ করতে।

আরও পড়ুন …………পুনরায় খোলা হলো তারাপীঠ মন্দির

Next Post

একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা

Mon Aug 24 , 2020
নিউজ ডেস্ক,রায়গঞ্জ : সোমবার অর্থাৎ ২৪ শে -আগস্ট পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫০। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” সোমবার পুর এলাকায় ৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা। ১৩ নম্বর ওয়ার্ডে -০২জন। ১৪ নম্বর ওয়ার্ডে -০১জন। ( সরকারী আধিকারিক)। উল্লেখ্য […]

আপনার পছন্দের সংবাদ