নিউজ ডেস্ক, শাশ্বতী চক্রবর্তী : বিশেষ দিনগুলো ছাড়াও সপ্তাহে প্রায় প্রতিদিনই ভক্ত সমাগম হয় বীরভূম জেলার তারাপীঠ মন্দিরে। তবে করোনা আবহে সংক্রমণের ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দিরে প্রবেশ। রথযাত্রার দিন থেকে মন্দির খোলা হলেও সংক্রমণের আশঙ্কায় ১-লা আগষ্ট থেকে আবার মন্দির বন্ধের সিদ্ধান্ত নেয় তারাপীঠ মন্দির কমিটি।
যার জেরে মন খারাপের কালো মেঘ ছেয়ে যায় ভক্তবৃন্দের মধ্যে। তবে ২৪শে অগাস্ট সোমবার থেকে পুনরায় খোলা হলো বীরভূম জেলার তারাপীঠ মন্দির। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভক্ত সমাগম। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। তবে পুনরায় মন্দির খোলার সিদ্ধান্তের খুশির আবহ ছড়িয়েছে ভক্তবৃন্দের মধ্যে।