নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১৮ ডিসেম্বর : মাস তিনেক আগে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয়েছিল এক প্রেমিক। তার মৃত্যুর প্রায় তিন মাস পর একই ভাবে আত্মঘাতী হল তার প্রেমিকাও ৷ ঘটনাটি ঘটেছে বালুরঘাটের চিঙ্গিশপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবতীর নাম মানসী সোরেন। তার বাড়ি চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের মহদীপুর এলাকায়।
বৃহস্পতিবার রাতে সুইসাইড নোট লিখে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে আত্মঘাতী হয় ওই যুবতী। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস তিনেক আগে ওই যুবতীর প্রেমিকও ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয়েছিল৷ কিন্তু কী কারণে এমন মর্মান্তিক পরিণতির সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানা যায় নি। তবে এই ঘটনার পর থেকে সম্ভবত মানসিক অবসাদে ভুগছিল তার প্রেমিকা মানসি। কারণ তাঁর বাবা মা কেউ বেঁচে নেই। একমাত্র ওই প্রেমিকই ছিল তাঁর জীবনের সবকিছু। হয়ত তাঁকে হারিয়েই জীবনের বেঁচে থাকার ইচ্ছেটাও আর ছিল না। আর সেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়াতেই এমন সিদ্ধান্ত নেয় সে।