নিউজ ডেস্ক, ২০ ডিসেম্বর : লকডাউনে লক্ষ লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই যেনতেন প্রকারে একটা চাকরি খুঁজছে। সে সরকারি হোক কিংবা বেসরকারি। তবে ইন্টারভিউয়ের মাধ্যমে যদি কর্মী নিয়োগ হয় তাতে অনেকেরই সুবিধে৷
শুধু ইন্টারভিউ মাধ্যমে এবারে কর্মী নিয়োগ হতে চলেছে দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (District Health & Family Welfare Samiti, South Dinajpur) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সোশ্যাল ওয়ার্কার, নার্স, রেকর্ড কিপার, পিয়ার সাপোর্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল অফিসার, যোগা অ্যাসিস্ট্যান্ট, টারবোকিউলোসিস হেলথ ওয়ার্কার, ল্যাবরেটরি সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রুপ-ডি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী বছরের ২ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের পদ্ধতি:
www.ddinajpur.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।তবে কবে, কোথায় ইন্টারভিউ হবে সে সংক্রান্ত তথ্যাদির জন্য প্রার্থীকে অবশ্যই www.ddinajpur.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।