নিজস্ব সংবাদদাতা , হিলি , ১১ ডিসেম্বর : ভারতীয় ভূখণ্ডে ঢুকে তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ৩ নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে। ঘটনায় জখম হয়েছে বেশকয়েক জন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম আলী মণ্ডল (৩৫)। পেশায় তিনি কৃষিকাজ করতেন। শ্রীকৃষ্ণপুর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন আলী মণ্ডল। বালুরঘাটে চিকিৎসাধীন আহত যুবকের নাম আছিরুল মণ্ডল (২২)। আহত আলম মণ্ডল আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসার পর এখন বাড়িতেই রয়েছে। পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্ট বরাবর জামালপুর এলাকায় থাকা একটি মসজিদে এদিন নামাজ পড়তে যায় ভারতীয় বাসিন্দারা। অভিযোগ, সেই সময় তাঁদের ওপর চড়াও হয় বাংলাদেশের একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে ওই দুষ্কৃতী দল। খবর পেয়ে তাঁদের বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাঁদেরকেও কোপাতে থাকে। ঘটনাস্থল থেকে আলী মণ্ডল ও আছিরুল মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় মৃত্যু হয় আলী মণ্ডলের। এদিকে গুরুতর জখম অবস্থায় আছিরুলকে নিয়ে হিলি গ্রামীণ হাসপাতালে পৌঁছালে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, সীমান্তে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি হিলির জালামপুর এলাকায়। এবিষয়ে পুলিশ বিএসএফের সঙ্গে পুরো ঘটনা খতিয়ে দেখছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’ এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য মসলেম মণ্ডল বলেন, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশী দুষ্কৃতীরাই জড়িত রয়েছে।’ তবে ঘটনার সময় বি এস এফ কী করছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।