আখের জমিতে জল দিতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার আলতাপুর নিকটস্থ বামহোল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বামহোল গ্রামের বাসিন্দা বসন্ত ওঁরাও বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী বাবার বাড়ীতে রয়েছেন।
বড়দিনে সর্বধর্ম সমন্বয়ে উপচে পড়া ভীড় চার্চে
তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এদিন তিনি আখের জমিতে জল দিতে গিয়ে আচমকাই প্রান হারান। তিনি মদ্যপ ছিলেন বলেও জানা গেছে। বুধবার করনদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কিভাবে বসন্ত ওঁরাওয়ের মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।প্রতিবেশীরা জানান, জমিতে জল দিতে গিয়ে নালায় পড়ে মৃত্যু হয়েছে বসন্ত বাবু। তার দেহ হাসপাতালে আনা হয়েছে।
ভিন রাজ্যের সন্দেহভাজন অপরিচিত মানুষের তুলে দেওয়া হলো পুলিশের হাতে