জমিতে জল দিতে গিয়ে রহস্য মৃত্যু এক ব্যক্তির

আখের জমিতে জল দিতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার আলতাপুর নিকটস্থ বামহোল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বামহোল গ্রামের বাসিন্দা বসন্ত ওঁরাও বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী বাবার বাড়ীতে রয়েছেন।

বড়দিনে সর্বধর্ম সমন্বয়ে উপচে পড়া ভীড় চার্চে

তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এদিন তিনি আখের জমিতে জল দিতে গিয়ে আচমকাই প্রান হারান। তিনি মদ্যপ ছিলেন বলেও জানা গেছে। বুধবার করনদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কিভাবে বসন্ত ওঁরাওয়ের মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।প্রতিবেশীরা জানান, জমিতে জল দিতে গিয়ে নালায় পড়ে মৃত্যু হয়েছে বসন্ত বাবু। তার দেহ হাসপাতালে আনা হয়েছে।

ভিন রাজ্যের সন্দেহভাজন অপরিচিত মানুষের তুলে দেওয়া হলো পুলিশের হাতে

Next Post

বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Wed Dec 25 , 2024
বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ডালখোলা থানার অসুরাগরের সুর্যাপুরের বস্তাডাঙ্গি এলাকায় একটি সুতলি বোমা উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বুধবার আচমকাই একটি ফাঁকা জমিতে বোমা দেখতে পান স্থানীয়রা। ঘটনায় বোমাতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। জমিতে জল দিতে গিয়ে রহস্য মৃত্যু এক ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে […]

আপনার পছন্দের সংবাদ