ভিন রাজ্যের কিছু অপরিচিত মানুষকে পুলিশের হাতে তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন। রায়গঞ্জ শহরের অলিতে গলিতে মাঝেমধ্যেই এমন বহু মহিলাকে কোলে শিশু নিয়ে পয়সা চাইতে দেখা যায়। অত্যন্ত অসহায়ত্বের কথা বলে তারা মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেন।
সোমবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরে এভাবেই টাকা তুলছিলেন তারা। সে সময় স্থানীয় কিছু মানুষের কাছ থেকে শুনে অসহায় এক মহিলা ও শিশুর কাছে ছুটে যান মুক্তির কান্ডারী প্রতিনিধিরা।
ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে গিয়ে আক্রান্ত পুলিশ
মুক্তির কান্ডারীর সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন, কথা বলে জানা যায় ঠিকাদার মারফত তারা এসেছে। তাদের বাড়ি নাগপুরে। সবকিছু শোনার পর পুলিশ ডাকার কথা বললে তারা ক্ষমা চান। যদিও পরবর্তীতে পুলিশ এসে তাদের নিয়ে যায়।