নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৬ ডিসেম্বর : সুই নদীর ভাঙন রোধের কাজের সূচনা করা হলো ইটাহারে। রবিবার ইটাহার থানার ১ নম্বর অঞ্চলের পূর্বপাড়া এলাকায় নদীর পাড় বরাবর ভাঙ্গনরোধে ৪০০ মিটার এলাকা পাথর দিয়ে বাঁধাই করা হবে। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের প্রায় ৯১ লক্ষ টাকা বরাদ্দ হবে এটির নির্মাণে। এদিন ফিতে কেটে এই কাজের সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। এর ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষেরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সুই নদীর ভাঙ্গনে সমস্যায় ছিলেন গুলন্দর এক নম্বরের অঞ্চলের পূর্বপাড়া এলাকার বাসিন্দারা। সেকারণেই সুই নদীর ভাঙ্গন রোধের কাজের সূচনা করা হয় রবিবার ইটাহারে। এদিন ইটাহার থানার গুলন্দর এক অঞ্চলের পূর্ব পাড়া এলাকার সুই নদীর ধারে চারশো মিটার পাথর দিয়ে ভাঙ্গন রোধের কাজের সূচনা করা হয়। এদিন শিমন্তপুর ঈদগাহ ঝিনাইঘাটি মাঠে নদীর ধারে রাজ্যের পূর্ত দপ্তরের প্রায় ৯১ লক্ষ টাকা ব্যায়ে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে কাজের সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য। বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আকতারুল হক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অলোক আচার্য্য, হাজি আবদুল কাহের, বিশিষ্ট সমাজসেবক অমিত গাঙ্গুলী, আব্দুল সামাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিধায়ক অমল আচার্য্য জানিয়েছেন, বছর বছর বর্ষাকালে সুই নদীর ভাঙ্গনে গুলন্দর এক নম্বর অঞ্চলের পূর্বপাড়া এলাকায় বেশ কিছু কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। ফলে এলাকার সাধারণ মানুষের কথা ভেবে আজকে রাজ্য সরকারের আর্থিক তহবিলের বরাদ্দ অর্থে নদী ভাঙ্গনের কাজের সূচনা করা হলো।