নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৬ ডিসেম্বর : টাইমকল রয়েছে কিন্তু নেই ট্যাপ। ট্যাপ না থাকায় জল নষ্ট হয় অনেকক্ষেত্রেই। এবারে জলের অপচয় রুখতে অভিনব উদ্যোগ নিলো ডালখোলার একদল যুবক। ডালখোলা সহ সংলগ্ন এলাকায় থাকা বেশিরভাগ টাইম কলগুলিতে ট্যাপ না থাকায় জল পরে নষ্ঠ হতে থাকে। তাই জলের অপচয় রুখতেই তাদের নিজেদের আর্থিক উদ্যোগে প্রাথমিকভাবে ডালখোলা পৌর এলাকায় থাকা ট্যাপবিহীন টাইম কল গুলি চিহ্নিত করে সেখানে ট্যাপ লাগানোর উদ্যোগ নিয়েছে তারা। পাশাপাশি এই যুবকেরা টাইম কলের পাশে জলের অপচয় রুখতে জনসাধারণকে সচেতন করতে পোস্টার লাগানোর ব্যবস্থা করেছে। যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, ডালখোলা এলাকায় বিভিন্ন টাইমকল রয়েছে কিন্তু সেই টাইমকলগুলিতে নেই কোন ট্যাপ। এবারে জলের অপচয় রুখতে অভিনব উদ্যোগ নিলো ডালখোলার একদল যুবক। ডালখোলা সহ সংলগ্ন এলাকায় থাকা বেশির ভাগ টাইম কলগুলিতে ট্যাপ না থাকায় জল পরে নষ্ঠ হতে থাকে। তাই তারা জলের অপচয় রুখতেই তাদের নিজেদের আর্থিক উদ্যোগে প্রাথমিকভাবে ডালখোলা পৌর এলাকায় থাকা ট্যাপবিহীন টাইমকলগুলি চিহ্নিত করে সেখানে ট্যাপ লাগানোর উদ্যোগ নিয়েছে। কৌশিক ঢালি নামে এক যুবক জানান, ডালখোলার বিভিন্ন ওয়ার্ডে টাইমকল গুলিতে ট্যাপ না থাকার কারণে বেশিরভাগ সময় অযথা জল পরে নষ্ট হতে থাকে। এইভাবে জলের অপচয় হলে খুব শীঘ্রই ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাবে। যার প্রভাব পরিবেশের ওপর পড়বে। তাই আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে সকল টাইমকলে ট্যাপ লাগানো নেই, সেই সব টাইমকলগুলিতে ট্যাপ লাগানোর। আমরা সকলে নিজেদের কাজ নিয়ে সপ্তাহের কাজের দিনগুলিতে ব্যস্ত থাকি। তাই আমরা প্রতি রবিবার এলাকা ঘুরে ট্যাপ লাগানোর উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত আমরা ৩০ টির মত টাইমকলে ট্যাপ লাগিয়ে দিয়েছি। পাশাপাশি টাইমকলের পাশে জলের অপচয় রুখতে জনসাধারণকে সচেতন করতে পোস্টার লাগানোর ব্যবস্থা করেছে তারা। যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।