নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৬ ডিসেম্বর : দীর্ঘদিনের দাবি পূরণ হল এলাকাবাসীদের। নবনির্মিত মহাশ্মশান ঘাটের শুভ সূচনা করা হল ইটাহারে। রবিবার ইটাহার ব্লকের গুলন্দর ২ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দূর্লভপুর গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে নবনির্মিত মহাশ্মশান ঘাটের শুভ উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য।
বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে বিউটি বেগম, নাজমূল হুসেন, অমিত গাঙ্গুলী, সমাজসেবী অশোক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গ্রামে কোন শ্মশান ছিলো না। ফলে গ্রামের মানুষের সুবিধার্থে ইটাহারের বিধায়ক অমল আচার্যের উদ্যোগে গুলন্দর ২ গ্রাম পঞ্চায়েত দফতরের প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা ব্যায়ে এই কাজ করা হয়। এদিনের উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক অমল আচার্য, এলাকার জেলা পরিষদের সদস্যা বিউটি বেগম, এলাকার প্রধান আফতারুল ইসলাম, উপপ্রধান মহুয়া বর্মন, সমাজ সেবক নাজমূল হুসেন, অমিত গাঙ্গুলী, সমাজসেবী অশোক দাস সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।