নিজস্ব সংবাদদাতা , ১৬ ডিসেম্বর , ইটাহার : গ্রামের সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে চিকিৎসা পরিসেবা দিতে আয়ুষ বিভাগের নতুন ভবনের কাজের সূচনা করা হল ইটাহারে। বুধবার ইটাহার থানার সুরুন এক নম্বর অঞ্চলের সুরুন হেলথ সেন্টার প্রাঙ্গনে নবনির্মিত আয়ুষ ভবনের জমি পরিদর্শন সহ কাজের সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য।
বিধায়ক অমল আচার্য্য ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: মনুগোরা ফেব্রিক এক্কা, পঞ্চায়েত প্রধান অনিতা দাস, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, হেলথ সেন্টারের ডাক্তার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিধায়ক অমল আচার্য্য জানান, বুধবার পরিদর্শনে এসেছিলাম। ইটাহার ব্লকের সুরুন এক নম্বর অঞ্চলের হেলথ সেন্টার প্রাঙ্গনে নব নির্মিত আয়ুষ ভবনের কাজ করা হবে পূর্ত দপ্তরের তরফে। রাজ্য সরকারের প্রায় ১৯ লক্ষ টাকা বরাদ্দে এটি নির্মাণ করা হবে। বুধবার সেই জমি দেখার পাশাপাশি আজ থেকেই ভবনের কাজ শুরু করা হলো বলে জানিয়েছেন বিধায়ক অমল আচার্য্য। বিধায়ক অমল আচার্য্য ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: মনুগোরা ফেব্রিক এক্কা, পঞ্চায়েত প্রধান অনিতা দাস, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, হেলথ সেন্টারের ডাক্তার সহ এলাকার সাধারণ মানুষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।