নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ১৫ ডিসেম্বর : কার্টুন ভর্তি কয়েকশ মদের খালি বোতল উদ্ধার করলো ডালখোলা থানার পুলিশ। জানা যায়, সোমবার গভীর রাতে নাইট পেট্রোলিং করার সময় ৩১ নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় কয়েকটি কার্টুন পরে থাকতে দেখে ডালখোলা থানার পুলিশ।
এরপর পুলিশ ওই কার্টুনগুলিতে তল্লাশি চালালে কার্টুনের ভেতরে বিভিন্ন বিদেশি কোম্পানির কাঁচের বোতল দেখতে পায়। পুলিশ কার্টুনগুলিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। যদিও খালি বোতল ভর্তি ওই কার্টুনগুলি কি উদ্যেশ্যে জাতীয় সড়কের পাশে রাখা হয়েছিল তা জানা যায়নি বলে ডালখোলা থানা সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশের একাংশের অনুমান, ওই খালি বোতলগুলি পাচার করার উদ্যেশ্যে জাতীয় সড়কের পাশে রাখা হয়েছিল। কিন্তু পুলিশের পেট্রোলিং গাড়ি দেখতে পেয়ে কার্টুনগুলি ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।