কার্টুন ভর্তি কয়েকশ মদের খালি বোতল উদ্ধার করলো ডালখোলা থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ১৫ ডিসেম্বর : কার্টুন ভর্তি কয়েকশ মদের খালি বোতল উদ্ধার করলো ডালখোলা থানার পুলিশ। জানা যায়, সোমবার গভীর রাতে নাইট পেট্রোলিং করার সময় ৩১ নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় কয়েকটি কার্টুন পরে থাকতে দেখে ডালখোলা থানার পুলিশ।

এরপর পুলিশ ওই কার্টুনগুলিতে তল্লাশি চালালে কার্টুনের ভেতরে বিভিন্ন বিদেশি কোম্পানির কাঁচের বোতল দেখতে পায়। পুলিশ কার্টুনগুলিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। যদিও খালি বোতল ভর্তি ওই কার্টুনগুলি কি উদ্যেশ্যে জাতীয় সড়কের পাশে রাখা হয়েছিল তা জানা যায়নি বলে ডালখোলা থানা সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশের একাংশের অনুমান, ওই খালি বোতলগুলি পাচার করার উদ্যেশ্যে জাতীয় সড়কের পাশে রাখা হয়েছিল। কিন্তু পুলিশের পেট্রোলিং গাড়ি দেখতে পেয়ে কার্টুনগুলি ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

Next Post

স্কুল মাঠজুড়ে রাখা নির্মাণসামগ্রী, তৈরি হয়েছে অস্থায়ী গাড়িস্ট্যান্ডও। সমস্যা সমাধানের দাবী স্থানীয়দের

Tue Dec 15 , 2020
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৫ ডিসেম্বর : করোনার কারনে বন্ধ স্কুলের পঠনপাঠন। ফলে স্কুল মাঠের বেশিরভাগ জায়গা দখল করে রাখা হয়েছে নানান নির্মাণসামগ্রী। ফলে সমস্যায় পড়তে হচ্ছে প্রাতঃভ্রমণকারীদের পাশাপাশি ক্রীড়াবিদদের।চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ওই মাঠে বিভিন্ন নির্বাচন থেকে শুরু করে, সরকারি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠের অধিকাংশ জায়গাজুড়ে নির্মাণসামগ্রী […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম