নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৬ ডিসেম্বর : রেশন ব্যবস্থার দুর্নীতির অভিযোগ তুলে রেশন ডিলারের বাড়ির সামনে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রাহকেরা। বুধবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে ইটাহার থানার সুরুন দু নম্বর অঞ্চলের বালিজোল গ্রাম এলাকায়। গ্রাহকদের অভিযোগ, ডিলার লতিফুর রহমান দীর্ঘদিন ধরেই রেশন সামগ্রী কম দিচ্ছিল।
ওই দুর্নীতির অভিযোগে ওই ডিলারকে তিন মাসের জন্য বরখাস্ত করেছিল জেলা খাদ্য দপ্তর। এই ঘটনায় দুর্নীতিগ্রস্ত ডিলারকে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। তার কাছ থেকে পরবর্তীতে আর কোনো দ্রব্য সামগ্রী তারা নেবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যদিও এদিন ডিলার লতিফুর রহমানকে ফোনে বা তার বাড়িতে গেলেও তার উত্তর পাওয়া যায় নি। এবিষয়ে ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মানবেন্দ্রনাথ সাহা বলেন, গ্রাহকদের অভিযোগটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। যদিও এলাকাবাসীদের দীর্ঘ পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ওই সড়কে। পরবর্তীতে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকেরা। পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।