সাইবার অপরাধে কারও টাকা খোয়া গেলে পুলিশের সঙ্গে সঙ্গে এখন থেকে ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’-এও অভিযোগ করতে হবে।এবার থেকে ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’ -এও অভিযোগ করা আবশ্যিক সেই নির্দেশ জারি করেছে লালবাজার।
উদ্ধার হল চুরি যাওয়া দেবী প্রতিমার অলংকার
কেন্দ্রীয় পোর্টালে অভিযোগ করতে যাতে অভিযোগকারীরা সমস্যায় না পড়েন, তার জন্য তাঁদের সাহায্য করবেন পুলিশ আধিকারিকরাও।সাইবার অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীর টাকা খোয়া গেলেও তিনি সাধারণত সেই টাকা ফেরত পান না। কিন্তু কেন্দ্রীয় এনসিআরপি পোর্টালে আবেদন জানালে সহজে টাকা ফেরত পাওয়া যায়। সেই কারণেই এমন নির্দেশ জারি করেছে লালবাজার।