নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৭ অক্টোবর : এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো চাঁচল থানার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের কুশমাই এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মুস্তাফিজুর রহমান। জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকার বাসিন্দা এক নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু ওই নাবালিকার বাবা আকালু হোসেন তাদের এই সম্পর্ক মেনে না নেওয়ায় ৫দিন আগে বাড়ি থেকে পালিয়ে বিহারের কিশানগঞ্জে চলে যায় এবং সেখানেই তারা বিবাহ করে।খবর পেয়ে নাবালিকার পরিজনেরা কিশানগঞ্জে গিয়ে মেয়েটিকে নিয়ে আসে।এমনকী ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী ওই যুবককেও তার পরিবার গিয়ে নিয়ে আসে।এরপরেই শনিবার সকালে নিজের শোওয়ার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তার পরিজনেরা। খবর পেয়ে চাচল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় ওই যুবকের পরিজনেরা চাচোল থানায় নাবালিকার পরিবারের তিনজনের নামে লিখিত অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।