যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৭ অক্টোবর :  এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো চাঁচল থানার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের কুশমাই এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মুস্তাফিজুর রহমান। জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকার বাসিন্দা এক নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু ওই নাবালিকার বাবা আকালু হোসেন তাদের এই সম্পর্ক মেনে না নেওয়ায় ৫দিন আগে বাড়ি থেকে পালিয়ে বিহারের কিশানগঞ্জে চলে যায় এবং সেখানেই তারা বিবাহ করে।খবর পেয়ে নাবালিকার পরিজনেরা কিশানগঞ্জে গিয়ে মেয়েটিকে নিয়ে আসে।এমনকী ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী ওই যুবককেও তার পরিবার গিয়ে নিয়ে আসে।এরপরেই শনিবার সকালে নিজের শোওয়ার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তার পরিজনেরা। খবর পেয়ে চাচল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় ওই যুবকের পরিজনেরা চাচোল থানায় নাবালিকার পরিবারের তিনজনের নামে লিখিত অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

Next Post

প্রকাশিত হয়েছে বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট, দেখে নিন ভারতের অবস্থান

Sat Oct 17 , 2020
নিউজ ডেস্ক , ১৭ অক্টোবর :  ক্ষুধা সুচকে চিন নয়, প্রতিবেশী দেশগুলোরও অনেক পেছনের সারিতে রয়েছে ভারত। এই সুচকে যে দেশগুলোর অবস্থা খারাপ, তাদের সঙ্গে একই সারিতে আছে ভারত। বরঞ্চ ভারতের তুলনায় পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অবস্থান অনেকটাই উত্তম। শুক্রবার প্রকাশিত হয়েছে বিশ্ব ক্ষুধা সুচকের তালিকা। মোট ১০৭টি দেশকে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম