
ইটাহার, ২৯ জুন : স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের মারে গুরুতর আহত হলেন গৃহবধূ। ঘটনার জেরে মঙ্গলবার চাঁচল ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের সাধারণ মানুষ। উল্লেখ্য গত শনিবার ইটাহার ব্লকের চাকলা গ্রামের বাসিন্দা পূর্ণিমা চৌধুরীকে ধর্ষণের অভিযোগ ওঠে শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে।
ঘটনার জেরে শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ, যদিও ভাসুর পলাতক। এরপর পুলিশ আধিকারিকের নির্দেশানুসারে পূর্ণিমা দেবী তার শ্বশুরবাড়ী ফিরে যান। তবে সেখানে যাওয়ার পর মঙ্গলবার তার ওপর চড়াও হয় তার স্বামী, শাশুড়ী, ননদ এবং ননদের স্বামী। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে সরব হয়ে রাজ্য সড়ক অবরোধ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবা গোপাল চৌধুরী তার জামাই রাজু চৌধুরী, তার শাশুরি, ননদ ও ননদের স্বামীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। যদিও ঘটনার পর আহত পূর্ণিমা চৌধুরীকে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করালে পরবর্তীতে তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ধ গ্রামবাসীদের
আরও খবর পড়ুন : পঞ্চায়েত সদস্যার টাকা লেনদেনের ভুয়ো ভিডিওর বিরোধিতায় গ্রামবাসীরা
