
হরিশচন্দ্রপুর, ২৯ জুন : পঞ্চায়েত সদস্যা ও তার পরিজনের নামে ভুয়ো ভিডিও আনার অভিযোগ তুলে ব্লক অফিসে বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য কুশিদা গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুরা-গাররা এলাকায়। গত দুদিন আগে পঞ্চায়েতের সদস্যা রুমা সাহা, তার দেওর এবং সুপারভাইজারের টাকা লেনদেনের ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়।
যা দেখে কতিপয় গ্রামবাসী আবাস যোজনায় ঘর কিংবা অন্যান্য সরকারী প্রকল্পের সুবিধালাভের ক্ষেত্রে পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে কাটমানি আনার অভিযোগে বিক্ষোভ দেখায়।যদিও এই অভিযোগের বিরোধিতায় মঙ্গলবার ব্লক অফিস চত্বরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পঞ্চায়েত সদস্যাকে মিথ্যে বদনাম করতেই গ্রামের কিছু দুষ্কৃতি ভুয়ো ভিডিও ছড়িয়ে দেয়। এই ঘটনায় বিডিওর কাছে গ্রামেরই যুবক রাকিব হোসেন ও দিলশাদ খানের বিরুদ্ধে অভিযোগ জানায় গ্রামবাসীরা। এদিন বিক্ষোভকারী আফতাব হুসেন বলেন, গ্রামের অভিযোগকারী রাকিব আলী, দিলশাদ খান এরা দুষ্কৃতী। ইচ্ছে করে সদস্যাকে বদনাম করার চেষ্টা করছে। এর নায্যবিচারের দাবীতে সরব হয়েছেন তারা।অন্যদিকে পঞ্চায়েত সদস্যা রুমা সাহা বলেন, তাদের বদনাম করতেই এই ভুয়ো ভিডিও বানানো হয়। প্রশাসন দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।কুশিদা তৃণমূল পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নুর আজম বলেন, যে ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তা মিথ্যা। এটি ব্যবসার টাকা সংক্রান্ত লেনদেনের একটি ভিডিও।উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। সমস্ত ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু টোটো চালকের
