মদের আসর বসানোর প্রতিবাদ করায় গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল কালিয়াগঞ্জ

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ০৫ নভেম্বর : মদের আসর বসানোর প্রতিবাদ করায় এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার নসিরহাট এলাকায়৷ পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম জয়ন্তী দাস৷ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার তার শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পাশাপাশি এলাকাতে পথ করে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, জয়ন্তী দাস নামে ওই গৃহবধূর বাবার বাড়ি নসিরহাট এলাকাতেই। বছর দুই-তিনেক আগে নসিরহাট এলাকার যুবক -র সঙ্গে বিয়ে হয় তাঁর। বর্তমানে ওই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে৷ অশান্তির সূত্রপাত প্রতিদিন শ্বশুর বাড়িতে মদের আসর বসানো নিয়ে৷ এঘটনার প্রতিবাদ করায় বুধবার রাতে ওই মহিলাকে ধর্ষণ করে মদের আসরে খুন করা হয় বলে অভিযোগ৷ ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন৷ শুরু হয় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ৷ ক্ষুব্ধ গ্রামবাসীরা এরপর ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। মারধর করা হয় শাশুড়িকেও৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী৷ উত্তেজিত জনতার মারের হাত থেকে শাশুড়িকে আহত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়৷ অন্যদিকে পালানোর চেষ্টা করলেও পারেনি অভিযুক্ত জামাই। এলাকায় তল্লাশি চালিয়ে মৃতার স্বামীকে আটক করেছে পুলিশ৷

Next Post

আসন্ন শীতে বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি পেতে বেগুনের গুণাগুণ

Thu Nov 5 , 2020
নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর :   নভেম্বরের শুরুতেই কিছুটা হলেও শীত অনুভূত হচ্ছে উত্তরবঙ্গে। শীতকালে উত্তর দিনাজপুরের বিকোরের বেগুন, সঙ্গে মোহিনীগঞ্জের তুলাইপাঞ্জি চালের ভাতের কোন বিকল্প নেই। বেগুনের তরকারি থেকে বেগুন ভাজা, বেগুন ভাজা থেকে বেগুন পোড়া, অথবা বেগুন পোড়া থেকে বেগুনী সবকিছুতেই বেগুনের জুড়ি মেলা ভার। তবে তবে বিভিন্ন […]

আপনার পছন্দের সংবাদ