নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৪ নভেম্বর : কৃষি জমিতে ফসল কাটার পর অবশিষ্ট নাড়া জমিতে না পোড়ানোর জন্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ইটাহারে। বুধবার ইটাহার ব্লক কৃষি দফতরের উদ্যোগে শ্রীপুর এলাকায় কৃষি দপ্তরের সভাকক্ষে ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে সচেতনতা শিবির এর আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা সহ কৃষি অধিকর্তা (প্রশাসক) সঞ্জীব সরকার, শস্য সুরক্ষা উত্তর দিনাজপুর জেলা আধিকারিক শংকর চন্দ্র দাস, ব্লক কৃষি সম্প্রসারক আধিকারিক স্বরূপ মজুমদার , পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হাফিজা খাতুন সহ অন্যান্য কৃষি আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিন জেলা কৃষি আধিকারিক সঞ্জীব সরকার বলেন , কৃষকরা যাতে ফসল কাটার পর অবশিষ্ট নাড়া জমিতে না ফেলেন এবং বিশেষত দেখা যায় ধান কাটার পর অবশিষ্ট নাড়া জমিতে পুড়িয়ে দেয় তাতে কৃষি জমির উর্বরতা কমে যায়, সে বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি পুড়িয়ে দেওয়ার পর বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস তৈরি হওয়ার ফলে ফসলের ক্ষতির পাশাপাশি পরিবেশ দূষণ যাতে কম হয় সে কারণে কৃষকদের ফসল কাটার পর অবশিষ্ট অংশ জমিতে চাষের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা বলা হয়। তাহলে বিভিন্ন ধরনের জৈব সার পাওয়া যাবে ফলে ফসলের দিক থেকেও লাভবান হবেন কৃষকেরা। সে কারণে রাজ্য সরকারের তরফে বুধবার কৃষি দফতরের উদ্যোগে শিবিরের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে এবং আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।