নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১০ই সেপ্টেম্বর : গত ৫ দিন আগেই রাজ্য পরিবহন দফতরের তরফে জাতীয় কিংবা রাজ্য সড়কে টোটো-অটো সহ ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় এই নির্দেশিকা কার্যকর করতে কোনো উদ্যোগ নেই প্রশাসনের।
এমনি অভিযোগ তুলে আন্দোলন নমতে চলেছে জেলার বাস মালিক সংগঠন। এবিষয়ে রবিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামানিক। তিনি বলেন, তিনটি পরিবহন মালিক সংগঠনের যৌথ সমিতির ব্যানারে তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, উত্তর দিনাজপুর জেলায় জাতীয় ও রাজ্য সড়কের উপরে টোটো যাতায়াত বন্ধের দাবীতে বেশ কিছুদিন থেকেই সরব হয়েছেন তারা। পাশাপাশি, সিএনজি পাম্প ছাড়াই সিএনজি পরিচালিত গাড়ি গুলি অবৈধ ভাবে যত্রতত্র চলাচল করছে। ১লা সেপ্টেম্বর এনিয়ে মহকুমাশাসক, আঞ্চলিক পরিবহন আধিকারিক এবং রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও করণদিঘীর বিডিওদের ডেপুটেশনও জমা দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা চোখে পরছে না। তাই অবিলম্বে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আগামী ১২ তারিখ জেলায় ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন প্লাবন প্রামানিক।