পথ দুর্ঘটনায় মৃত রায়গঞ্জের কসবার চতুর্থ আরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সহ তিনজন

নিউজ ডেস্ক, ১১ সেপ্টেম্বর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রায়গঞ্জের কসবার চতুর্থ আরক্ষা বাহিনীর পূর্বতন কমান্ড্যান্ট দেবশ্রী চ্যাটার্জীর। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর গাড়িচালক এবং নিরাপত্তারক্ষীরও। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার দাদপুরে। তিনজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য হুগলির ইমামবাড়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হুগলির দাদপুরের কাছে হোগলা পয়েন্টে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে ছিল একটি বিকল লরি। সেই লরির পেছনে এসে সজোরে ধাক্কা মারে স্করপিও গাড়িটি। যে গাড়িতে ছিলেন রায়গঞ্জের কসবার চতুর্থ আরক্ষা বাহিনীর পূর্বতন কমান্ড্যান্ট দেবশ্রী চ্যাটার্জীর, তাঁর গাড়িচালক এবং নিরাপত্তারক্ষী৷ দুর্ঘটনায় দুমড়মুচড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাদপুর থানার পুলিশ।

গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে তিনজনকে তড়িঘড়ি উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুলিশ আধিকারিক দেবশ্রী চট্টোপাধ্যায় ও তাঁর নিরাপত্তারক্ষী তাপস বর্মণ এবং গাড়ি চালক মনোজ সাহাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
গাড়িটি নিয়ন্ত্রণে হারিয়ে ফেলার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে হুগলি গ্রামীণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও লরির নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষায় পাঠাচ্ছে বলে জানা গিয়েছে। তবে পুলিশের অনুমান গাড়িটি

বর্ধমানের দিক থেকে দ্রুত গতিতে আসছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে মৃত দেবশ্রী চ্যাটার্জির বাড়ি কলকাতার বেহালাতে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা৷ অন্যদিকে মৃত গাড়ি চালক মনোজ কুমার সাহার বাড়ি মালদা জেলার ভালুকা বাজার এলাকায়। অন্যদিকে নিরাপত্তা রক্ষী তাপস বর্মনের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জ এলাকায়৷

Next Post

উধাও অযোধ্যায় রাম মন্দির নির্মাণের টাকা

Fri Sep 11 , 2020
নিউজ ডেস্ক, ১১ সেপ্টেম্বর :   প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। মন্দিরটি নির্মাণে বিভিন্ন দিক থেকে অর্থ আসাও শুরু হয়েছে। এরই মধ্যে রাম মন্দির ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চেক জাল করে দুই দফায় ছয় লাখ টাকা চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। অযোধ্যার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক […]

আপনার পছন্দের সংবাদ