নিউজ ডেস্ক , রায়গঞ্জ ১১ই সেপ্টেম্বর : করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে আতংকিত রাজ্যের মানুষ। বিশেষজ্ঞদের একাংশের মতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতেতে সংক্রমণে লাগাম টানতে মাসের কয়েকটি দিন কমপ্লীট লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহে শুক্র ও শনিবার লকডাউনের কথা ঘোষণা করেছিলো স্বরাষ্ট্র দপ্তর। তবে নিট পরীক্ষার কারনে শনিবারের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুক্রবারের লকডাউন সফল করতে সকাল থেকেই তৎপর ছিলো পুলিশ প্রশাসন। এদিন রায়গঞ্জের শহর ও গ্রামাঞ্চলে অভিযান চালায় পুলিশ কর্মীরা। যদিও এদিন দোকানপাট, বাজার সবই ছিল বন্ধ, পথে নামে নি কোনো যানবাহন।
রাস্তাঘাট ছিল শুনশান। লকডাউন সফল করতে মাইকিং করা হয় পুলিশের পক্ষ থেকে। রাস্তায় বেরোলে পুলিশী জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হয়েছে সাধারন মানুষকে। প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে মিলেছে ছাড়। নচেৎ বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জ শহরে কয়েকটি দোকান খোলা থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে সেগুলি বন্ধ করে দেয়। রায়গঞ্জের পাশাপাশি ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও ইসলামপুর মহকুমাতেও একই ছবি লক্ষ করা গিয়েছে।
দেখুন ভিডিও :