নিউজ ডেস্ক , রায়গঞ্জ ১০ই সেপ্টেম্বর : সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলার প্রতিবন্ধীরা। বৃহস্পতিবার দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ অবরোধ করেন বিক্ষোভ দেখান তারা। তাদের সাংগঠনিক যে সমস্ত দাবি রয়েছে তার মধ্যে দুটি দাবি অতি গুরুত্বপূর্ণ।
একটি হলো কালিয়াগঞ্জের চান্দোল বাজারে প্রতিবন্ধীদের জমি বেদখল করে নেওয়ার ঘটনা। দ্বিতীয় প্রতিবন্ধীদের সঠিক সময়ে ভাতা না দেওয়া এবং শংসাপত্র প্রদান নিয়ে প্রশাসনিক হয়রানির ঘটনা। জমি পুনরুদ্ধারের ব্যাপারে ও অন্যান্য দাবি দাওয়া নিয়ে সংগঠন নেতৃত্ব একাধিকবার জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তার প্রতিবাদেই এদিন শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর
জাতীয় সড়ক অবরোধ করেন রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সদস্যরা। জেলা সহ-সম্পাদক উত্তম গুহ সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন৷ এদিন ওই দুটি দাবি ছাড়াও আরও অন্যান্য দাবিকে সামনে রেখে অবরোধ করেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের পদস্থ কর্তারা৷ এব্যাপারে জমি দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেন প্রতিবন্ধীরা।