শিক্ষারত্ন সম্মান পেলেন কালিয়াগঞ্জ ও কুশমুণ্ডীর এই দুই বিশিষ্ট শিক্ষক

শিক্ষারত্ন সম্মান পেলেন কালিয়াগঞ্জ ও কুশমুণ্ডীর এই দুই বিশিষ্ট শিক্ষক

নিউজ ডেস্ক , ৯ সেপ্টেম্বর :   এবছরে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার পেলেন কালিয়াগঞ্জের জিনগাও টি এন হাই স্কুলের প্রধান শিক্ষক মজরুদিন আহমেদ। এদিন চিরাইল পাড়া এলাকায় তাঁর বাসভবনে গিয়ে এই পুরস্কার তুলে দেন জেলা মাধ্যমিক অবর বিদ্যালয় পরিদর্শক নিতাই চন্দ্র দাস, জেলা প্রাথমিক অবর বিদ্যালয় পরিদর্শক দীপক ভক্ত, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সম্মানলাভে খুশী স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা।

অন্যদিকে কুশমণ্ডি ব্লকের পইনালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদার রহমানকে মঙ্গলবার তুলে দেওয়া হলো শিক্ষারত্ন সম্মান।এদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মহন্ত, জয়েন্ট বিডিও সোহম চৌধুরী, কুশমন্ডি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নারায়ন চন্দ্র পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসুচীতে। উল্লেখ্য এবছর করোনা আবহের জেরে কলকাতায় কেন্দ্রীয় অনুষ্ঠান বাতিল করে দিয়েছিলো রাজ্য সরকার। পরিবর্তে জেলা ভিত্তিক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। শিক্ষারত্ন পেয়ে খুশী এই দুই বিশিষ্ট শিক্ষাবিদ। দুজনেই জানিয়েছেন এই সম্মানের মর্যাদা রাখার আপ্রান চেষ্টা করবেন তারা।

Next Post

বিনামূল্যে স্বাস্থ্য শিবির কালিয়াগঞ্জে

Wed Sep 9 , 2020
নিউজ ডেস্ক , কালিয়াগঞ্জ , ৯ সেপ্টেম্বর :  অল ইন্ডিয়া হোমিওপ্যাথিক স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এবং একটি ট্রাস্টের উদ্যোগে করোনা পরিস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ প্রেসক্লাবে। বুধবার কালিয়াগঞ্জ প্রেসক্লাবে এই শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক সুচন্দন কর্মকার, রাধিকারঞ্জন দেবভূতি, সজ্জন শর্মা সহ অন্যান্য […]

আপনার পছন্দের সংবাদ