নিউজ ডেস্ক , কালিয়াগঞ্জ , ৯ সেপ্টেম্বর : অল ইন্ডিয়া হোমিওপ্যাথিক স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এবং একটি ট্রাস্টের উদ্যোগে করোনা পরিস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ প্রেসক্লাবে। বুধবার কালিয়াগঞ্জ প্রেসক্লাবে এই শিবির অনুষ্ঠিত হয়।
এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক সুচন্দন কর্মকার, রাধিকারঞ্জন দেবভূতি, সজ্জন শর্মা সহ অন্যান্য সদস্যরা। এদিনের শিবিরে করোনা পরিস্থিতি ও সুস্থ থাকার উপায় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কার্তিক গোস্বামী, ডাঃ কৌশিক গোস্বামী ও ডাঃ কিংশুক গোস্বামী সহ অন্যান্যরা।
শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ঔষধ বিতরন করা হয় রোগীদের। অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন – শিক্ষারত্ন সম্মান পেলেন কালিয়াগঞ্জ ও কুশমুণ্ডীর এই দুই বিশিষ্ট শিক্ষক