আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার বোচাডাঙ্গা অঞ্চলের অধিন বৈদন এলাকায়। মৃত বৃদ্ধের নাম মাঞ্জনি বৈশ্য(৭০) এদিন সকালে স্নান করার পর ঠান্ডায় কাবু পড়েন ওই ব্যক্তি।
নয়া নির্দেশিকার প্রতিবাদে বিক্ষোভ সভা গ্রামীণ টোটো চালকদের
আগুন পোহাতে গেলে অসাবধানবশত গায়ে আগুন ধরে যায় তার। আগুনে শরীরের অনেকটা অংশ ঝলসে যায় সত্তরোর্দ্ধ ওই বৃদ্ধের। তার চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন। তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ৷ পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।