নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড লস্কর-ই-তৈবার সিনিয়র সদস্য সাজিদ মীরের খোঁজ পেতে আর্থিক পুরষ্কার ঘোষণা করল আমেরিকা। কুখ্যাত এই সন্ত্রাসবাদীর খবর দিতে পারলে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের তরফে ঘোষণা করা হয়েছে, “২০০৮ সালে মুম্বই হামলায় অভিযুক্ত পাকিস্তানের লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সিনিয়র সদস্য সাজিদ মীরের সন্ধান চাই।
এই হামলায় যুক্ত থাকার অভিযোগে কোনও দেশে তার আটক বা গ্রেপ্তারির হদিশ দিতে পারলে ৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।” ভারতীয় মুদ্রায় এর আর্থিক মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে ২০০৮ সালে মুম্বই হামলার পরিকল্পনা, হামলা সহ বিদেশে জেহাদী কার্যকলাপ চালানো জঙ্গী নিয়োগ, মগজ ধোলাই থেকে শুরু করে প্রশিক্ষণ সবকিছুর দায়িত্ব ছিল এই মীরের ওপর কিন্তু মুম্বই হামলার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। মুম্বই হামলার এক দশক পরেও তার কোনো খোঁজ না মেলায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আমেরিকা। তাই নতুন করে তার সন্ধানে পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হলো এবার। কোন দেশ তাকে আটক করলে বা খোঁজ দিতে পারলে বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ঘটনার মূল মাস্টারমাইন্ড বিন লাদেনকেও। যদিও তাকে সেই সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর পাকিস্তানের এক গোপন ডেরায় পাওয়া গিয়েছিল। এক্ষেত্রেও এমনটাই মনে করা হচ্ছে। মুম্বই হামলার পর সাজিদকেও পাকিস্তান আশ্রয় দিয়েছে বলে মনে করছে নিরপত্তা ও গোয়েন্দা বিশেষজ্ঞরা।