নিউজ ডেস্ক , ২৯ নভেম্বর : ফের দেশের প্রান্তিক মানুষের ওপর চাপ বাড়ালো কেন্দ্রের বিজেপি সরকার। এক ধাক্কায় পোস্ট অফিসের একাউন্টে ন্যূনতম ব্যালেন্স বাড়িয়ে দিলো তারা। এখন থেকে পোস্ট অফিসের একাউন্টে ন্যূনতম ৫০০ টাকা না থাকলে ১০০ টাকা জরিমানা করা হবে। শুধু জরিমানাই নয়, জরিমানা কাটার পর যদি ব্যালেন্স শূন্য থাকে তাহলে সেই একাউন্ট বন্ধ বা ক্লোজ করে দেওয়া হবে।
ইন্ডিয়া পোস্ট বিভাগের এই হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষের মধ্যে। তাঁদের অভিযোগ, করোনা আবহের মধ্যে এমনিতেই হাজার হাজার মানুষের কাজ চলে গিয়েছে। হাতে কোনো টাকা পয়সা নেই। এই মুহূর্তে পোস্ট অফিসের একাউন্ট ব্যালেন্স মেপে দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। শুধু তাই নয়, যেভাবে সাধারণ মানুষ এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ্য করে পেটে দু’মুঠো অন্ন জোগাড় করছেন তার ওপর ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করাটা কষ্ট সাধ্য তা প্রান্তিক মানুষের হাড়ে হাড়ে টের পাবেন। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা৷ সাধারণ মানুষের অভিযোগ কেন্দ্রীয় সরকারের এই পরিস্থিতির কারণে মানুষ দেশের মানুষের মরণাপন্ন অবস্থা। একে তো ব্যালেন্স বাড়িয়ে দেওয়া হয়েছে৷ তার ওপর একশো টাকা জরিমানা করে কেন হঠকারি সিদ্ধান্ত মানুষের কাঁধে চাপিয়ে দিচ্ছে তারা তা বোঝা যাচ্ছে না। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত কেন্দ্রীয় সরকারের।