নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : পূর্বঘোষণা মত করোনা ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরির অগ্রগতি কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে ভ্যাকসিন তৈরির তিনটি সংস্থা পরিদর্শন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার একইদিনে তিন শহরে যাবেন তিনি। শুক্রবার টুইট করে একথা জানানো হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।
টুইটে জানানো হয়, ‘‘প্রতিষেধকের প্রস্তুতি ও উৎপাদনের পদ্ধতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তিনটি শহরে যাবেন। আহমেদাবাদের (Ahmedabad) জাইডাস বায়োটেক পার্ক, হায়দরাবাদের (Hyderabad) ভারত বায়োটেক এবং পুণের (Pune) সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অফিস পরিদর্শন করবেন তিনি।’’ দিন কয়েক আগেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনার ভ্যাকসিন নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে ভ্যাকসিন বণ্টনের জন্য সুসংহত পরিকল্পনা সেরে রাখার পরামর্শ দেন তিনি। এরপরই সিদ্ধান্ত নেন সরেজমিনে ভ্যাকসিন তৈরির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে তিনটি সংস্থার অফিসেই যাবেন তিনি। সেই মতো এদিন সকালে আহমেদাবাদের (Ahmedabad) জাইডাস বায়োটেক পার্ক দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। এদিন আরও দুটি সংস্থার দফতরে যাবেন তিনি। খতিয়ে দেখবেন প্রতিষেধক তৈরির অগ্রগতি৷ শুনবেন প্রতিষেধক তৈরি করতে কোনো বাধা বিপত্তি বা সমস্যা হচ্ছে কি না৷