নিউজ ডেস্ক ,মালদা , ২৯ সেপ্টেম্বর : রাজ্য সরকারের প্রতিশ্রুতি মত চাকরি পেল কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে মূল স্রোতে ফিরে আসা ৩৫ জন যুবক। মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রতিশ্রুতি মত চাকরি পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চাকরি প্রাপকেরা। অন্যদিকে, এই বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আজ ৩৫ জন যুবকের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হলো। স্পেশাল হোম গার্ড নিয়োগ করা হয়েছে তাদের। ৪৫ দিন প্রশিক্ষণের পর তারা কাজে যোগদান করবে। মঙ্গলবার থেকেই তাদের প্রশিক্ষন শুরু হয়েছে।