সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে প্রাক্তন জঙ্গিদের চাকরি প্রদান রাজ্য সরকারের

সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে প্রাক্তন জঙ্গিদের চাকরি প্রদান রাজ্য সরকারের

নিউজ ডেস্ক ,মালদা , ২৯ সেপ্টেম্বর :   রাজ্য সরকারের প্রতিশ্রুতি মত চাকরি পেল কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে মূল স্রোতে ফিরে আসা ৩৫ জন যুবক। মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রতিশ্রুতি মত চাকরি পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চাকরি প্রাপকেরা। অন্যদিকে, এই বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আজ ৩৫ জন যুবকের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হলো। স্পেশাল হোম গার্ড নিয়োগ করা হয়েছে তাদের। ৪৫ দিন প্রশিক্ষণের পর তারা কাজে যোগদান করবে। মঙ্গলবার থেকেই তাদের প্রশিক্ষন শুরু হয়েছে।

নিজস্ব চিত্র , মালদা

Next Post

জলমগ্ন এলাকাবাসীর পাশে তৃনমূলের অঞ্চল প্রেসিডেন্ট

Tue Sep 29 , 2020
নিজস্ব সংবাদদাতা :  প্রবল বৃষ্টিপাতের ফলে উত্তর দিনাজপুর জেলার, নাগর নদীতে জল বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে ফলে, রায়গঞ্জ ব্লকের ৭ নং শীতগ্রাম গ্রা:প: এর মহিগ্রাম, দক্ষিণ মহিগ্রাম, কৃষ্ণমুড়ি,ঘাগড়া,সুকুতলা ও শিয়ালতর সংসদে ভয়ানক অকাল বন্যার সৃষ্টি হয়েছে। প্লাবিত হওয়ার ফলে সাধারণ মানুষের বাসস্থান, খাদ্য,পানীয় জল সহ নানা বিবিধ সমস্যার সম্মূখীন হতে […]

আপনার পছন্দের সংবাদ