নিউজ ডেস্ক , হরিশ্চন্দ্রপুর , ০৪ অক্টোবর : বিকল ইনভার্টার, ফলে লোডশেডিংয়ে মোমবাতি জ্বালিয়ে চলছে চিকিৎসা। এমন ঘটনাই ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রের ইনভার্টার থাকলেও দীর্ঘদিন ধরে তা বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে লোডশেডিং কিংবা ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালিয়ে চলছে চিকিৎসা পরিসেবা।দিনের বেলা আলো থাকলেও, রাতের বেলা
বিদ্যুতের অনুপস্থিতিতে সমস্যায় পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মী ও রোগীদের।মোমবাতির স্বল্প আলোতে চিকিতসা করতে গিয়ে সমস্যায় পড়েছেন চিকিৎসকেরাও।জরুরি পরিষেবামূলকক্ষেত্রে এহেন উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের মধ্যে।অবিলম্বে এই দশ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেনারেটর বসানোর দাবী তুলেছে স্থানীয় বাসিন্দারা।এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সাগর বসাক জানান, ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইনভার্টারে একটা সমস্যা হয়েছে। খুব তাড়াতাড়ি সেটিকে সারিয়ে তোলা হবে। এছাড়া বিদ্যুৎজনিত আর কোন সমস্যা থাকলে সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান সাগর বাবু।