বাগদেবীর আরাধনায় পকেটে টান মধ্যবিত্তের

নিউজ ডেস্ক,২৫ইজানুয়ারিঃঅতিমারি করোনার আবহ কাটিয়ে দুবছর বাদে সর্বধর্ম উৎসবে মেতে উঠেছেন উৎসবমুখর মানুষ। বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবেন খুদে থেকে কলেজ পড়ুয়া। রায়গঞ্জেও প্রতিটি ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় বানী বন্দনা হবে। সাধারন মানুষ থেকে স্কুল কলেজের পড়ুয়ারা শুরু করেছেন সরস্বতী পুজোর বাজার। কিন্তু বাজারে এসেই মাথায় হাত পড়েছে সর্বস্তরের ক্রেতাদের। ফুল ফল থেকে পুজোর নানান উপকরণের দাম আকাশছোঁয়া। দুবছর পর সাড়ম্বরে সরস্বতী পুজোর বাজারে অগ্নিমূল্যের ছবিই ধরা পরলো। যদিও ফল বিক্রেতা চন্দন পাশমান বলেন, দুবছর পর এবার অনেক বেশী সরস্বতী পুজোর বাজার থাকলেও তাঁদের বিক্রি নেই। বাজারে ছাড়াও পাড়ার অলিতে গলিতে প্রচুর ফলের দোকান হওয়ায় আমাদের বিক্রি কমে গিয়েছে। ফলের দাম একটু বাড়তির দিকেই আছে।অপরদিকে রায়গঞ্জের মোহনবাটি বাজারে সরস্বতী পুজোর বাজার করতে আসা দেবাশীষ সরকার নামে এক ক্রেতা জানিয়েছেন, সরস্বতী পুজোর প্রধান উপকরণ ফল ও ফুলের অস্বাভাবিক দাম। ফলে পুজোর বাজারে অনেকটাই কাটছাঁট করতে হচ্ছে। অনিমেষ বোস নামে অপর এক ক্রেতা জানিয়েছেন, দুবছর পর এবারে সরস্বতী পুজো ভালোমতোই হচ্ছে। বাজারে জিনিসের দাম বাড়তিই আছে। তবে কিছুই করার নেই বেশি অর্থ লাগলেও পুজোর বাজার করতেই হচ্ছে।

এবার একনজরে দেখে নেওয়া যাক সরস্বতী পুজোর ফলমূলের বাজার দড়…….

১) আপেল ৮০/১০০ টাকা কেজি
২) শসা ১২০ টাকা কেজি
৩) কমলা ৮০/১০০ টাকা কেজি
৪) ন্যাসপাতি ২০০ টাকা কেজি
৫) আঙুর ২০০/২৫০ টাকা কেজি
৬) বেদানা ২০০ টাকা কেজি
৭) কুল ১২০ টাকা কেজি
৮) কেশর ১২০ টাকা কেজি
৯) কলা ২০ টাকা হালা
১০) নারকেল ৮০ টাকা জোড়া
১১) ডাব ৫০ টাকা প্রতি পিস
১২) তরমুজ ৪০ টাকা কেজি

১৩) গাঁদা ফুলের মালা ২০ টাকা পিস

Next Post

রায়গঞ্জ-বারসই সড়ক প্রকল্প আজও তিমিরেই

Wed Jan 25 , 2023
নিউজ ডেস্ক,২৫ইজানুয়ারিঃদিনের পর দিন নদীর উপরে বয়ে যায় কত স্রোত কিন্তু গ্রামবাসীদের সেতুর দাবী আজও সেই তিমিরেই। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অধীন মাকড়া এলাকার উপর দিয়ে প্রবাহিত নাগর নদী বাংলা বিহারের সীমানা হিসেবে পরিচিত। নদীর একপ্রান্তে রায়গঞ্জ অপর প্রান্তে বারসই। স্বাধীনতার পর কেটে গিয়েছে ৭৫ বছর। ভোট এসেছে গিয়েছে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম