বিশ্বের সবথেকে দামী বস্তু বাজেয়াপ্ত কলকাতায়, গ্রেফতার ২

নিউজ ডেস্ক, ২৬ আগস্ট : কলকাতা বিমানবন্দরের সামনে থেকে চারটি ঝলমলে পাথর উদ্ধার করল সিআইডি। সন্দেহ, পাথরগুলি শক্তিশালী তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। এয়ারপোর্টের কাছে যে পরিমাণ পাথর পাওয়া গিয়েছে, তার আনুমানিক দাম ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা।

সূত্রের খবর, চারটি পাথরের মোট ওজন ২৫০.৫ গ্রাম। সিআইডি জানিয়েছে, ওই পাথরগুলি ছিল হুগলির বাসিন্দা দুই যুবকের কাছে। একজনের নাম সাইলান কর্মকার। বাড়ি সিঙ্গুরে। অন্যজনের নাম অসিত ঘোষ। তিনি পোলবার বাসিন্দা। কলকাতা বিমানবন্দরের সামনে থেকেই তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই ক্যালিফোর্নিয়ামের কথা জানতে পারেন তদন্তকারীরা। আপাতত পাথরগুলি বাজেয়াপ্ত করে পরীক্ষা করার জন্য গবেষণাগারে পাঠানো হচ্ছে। সিআইডির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাথরগুলি ছাই রঙের। সেগুলি অন্ধকারেও ঝলমল করছে। উল্লেখ্য ক্যালিফোর্নিয়াম বিশ্বের অন্যতম দামি তেজস্ক্রিয় পদার্থ। এই পাথর ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়। এমনকি বিস্ফোরক চিহ্নিত করার যে যন্ত্র, তাতেও কাজে লাগে ক্যালিফোর্নিয়াম। পাশাপাশি এই তেজস্ক্রিয় পাথর পরমাণু বোমা বানাতেও কাজে লাগে। ফলে এই ধরনের পাথর উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন সি আই ডি কর্তারা। এই পাথর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আর কী কাজে ব্যবহারের উদ্দেশ্য ছিল তা নিয়ে বিস্তারিত তদন্তে নেমেছে সি আই ডি। ফলে এই দামী পাথর ওই দুই যুবকের কাছে কী করে এল তা খতিয়ে দেখছে সি আই ডি।

Next Post

রক্ষণাবেক্ষনের অভাবে বেহাল স্টেডিয়াম, ক্ষোভ প্রকাশ এলাকাবাসীদের

Thu Aug 26 , 2021
চাঁচল, ২৬ আগস্ট : এলাকার যুবক যুবতীদের মধ্যে খেলাধূলোর সম্প্রসারণে চাঁচলে স্টেডিয়ামকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয় প্রশাসন।কিন্তু স্টেডিয়ামটির অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়।ফলে অর্ধসমাপ্ত স্টেডিয়ামটি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে উঠেছে। অভিযোগ,আঁধার নামতেই চাঁচলের স্টেডিয়ামের ভিতরে বসছে মদ‍্যপান ও জুয়ার আসর।স্টেডিয়ামে একটি হাইমাস্ট আলো থাকলেও […]

আপনার পছন্দের সংবাদ